Home জাতীয় মিরপুরে ছুরিকাঘাতে ডেন্টাল চিকিৎসক খুন

মিরপুরে ছুরিকাঘাতে ডেন্টাল চিকিৎসক খুন

by Mesbah Mukul

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ মাহি বুলবুল (৪১) খুন হয়েছে। রোববার ২৭ মার্চ সকালে পুলিশ ওই চিকিৎসকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠান। নিহত চিকিৎসকের উরুতে একটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাতে খুন হয়েছেন তিনি।

তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে। এ সময় তার পকেটে ১২ হাজার টাকা পাওয়া যায়।

নিহত চিকিৎসক আহমেদ মাহি বুলবুলের গ্রামের বাড়ি রংপুরে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, নিহত ওই চিকিৎসক শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে এক ডেন্টাল ক্লিনিকের মালিক ছাড়াও তিনি সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। রোববার ভোরে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হয়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় তাকে রাস্তায় ছুড়িকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে প্রথমে কাফরুল থানা পুলিশ ওই হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। ছুরিকাঘাতের স্পটটি মিরপুর থানার আওতাধীন হওয়ায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির মর্গে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বজন ও বন্ধুরা জানান, ছিনতাইকারী ছাড়াও ঠিকাদারিতে সম্পৃক্ততার কারণে পূর্ব শত্রুতার জেরেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এজন্য পুলিশকে সব বিষয়ে মাথায় নিয়ে কাজ করার আহ্বান জানান স্বজনরা।

ভয়েসটিভি/এমএম

You may also like