Home জাতীয় চেয়ারম্যান ও মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার তথ্যটি গুজব

চেয়ারম্যান ও মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার তথ্যটি গুজব

by Newsroom

ঢাকা : ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বারদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।

৫ আগস্ট বুধবার রাতে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সংবামাধ্যমকে জানিয়েছেন, চেয়ারম্যান এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিতান্তই একটি গুজব। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত বুধবার ফেসবুকে এ নিয়ে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করছেন যাতে বলা হচ্ছে, মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যা নিয়ে জনপ্রতিনিধিসহ অনেকের মধ্যে প্রশ্নের উদ্রেক ঘটেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদ/ডিএইচ

You may also like