Home জাতীয় ছাত্রদলের হামলায় নিহত সনির নামে বুয়েটে হল

ছাত্রদলের হামলায় নিহত সনির নামে বুয়েটে হল

by Shohag Ferdaus

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরোনো ছাত্রী হলের নাম সাবিকুন নাহার সনির নামে করার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। ১৯ বছর আগে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি নিহত হন। এ ছাড়া নবনির্মিত ছাত্রী হলের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রাখার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন।

বুয়েটের রেজিস্ট্রার ফোরকান উদ্দিন বলেন, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে বুয়েটের সিন্ডিকেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে নতুন হলের নামকরণের সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন নিতে হবে। আর সনির নামে হলের নামকরণের বিষয়টি পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে।

সনির নামে যে হলের নামকরণ হয়েছে, সেটি আশির দশকে নির্মিত, যা ছাত্রী হল নামে পরিচিত।

বুয়েটে দরপত্র নিয়ে ২০০২ সালের ৮ জুন বুয়েট ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের তৎকালীন ছাত্রদল নেতা টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সাবিকুন নাহার সনি।

সনি হত্যার দিনটিকে প্রতিবছর বুয়েটে বিভিন্ন ছাত্রসংগঠন ‘সন্ত্রাসবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে। এ ছাড়া সনি মেমোরিয়াল ফাউন্ডেশন ৮ জুন ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন’ দিবস হিসেবে পালন করছে। সনি হত্যার বিচারের দাবির পাশাপাশি বুয়েটের ছাত্রী হলের নাম তাঁর নামে নামকরণের দাবিও উঠেছিল।

ভয়েস টিভি/এসএফ

You may also like