Home অপরাধ স্কুল ছাত্রী আনুশকা ‘ধর্ষণ ও হত্যা’য় দিহানের বিচার শুরু

স্কুল ছাত্রী আনুশকা ‘ধর্ষণ ও হত্যা’য় দিহানের বিচার শুরু

by Mesbah Mukul

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকাকে ‘ধর্ষণ ও হত্যার’ অভিযোগে তার বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত বুধবার আলোচিত এ মামলায় দিহনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৬ মার্চ তারিখ রাখেন।

কাঠগড়ায় দাঁড়ানো দিহানকে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

আরও পড়ুন : স্কুলছাত্রী আনুশকা হত্যার ডিএনএ প্রমাণ মিলেছে

এ সময় দিহানের অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. বোরহান উদ্দিন।

তিনি বলেন, ‘তারা পরস্পরের সম্মতিতে মিলিত হন। কোনো জবরদস্তি সেখানে হয়নি। আসামি অব্যাহতি পাবেন।’

এ আইনজীবী দিহানের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে বিচারক তা নথিভুক্ত করেন। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফাহানা আহমেদ অরেঞ্জ জানান, আলাচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ৫৫ জনকে সাক্ষী করা হয়েছে।

ভয়েসটিভি/এমএম

You may also like