Home অপরাধ দুই জঙ্গি সংগঠনের ৭ জন গ্রেপ্তার

দুই জঙ্গি সংগঠনের ৭ জন গ্রেপ্তার

by Newsroom
জঙ্গি সংগঠনের

ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের  ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

১৬ অক্টোবর শুক্রবার অ্যান্টি টেররিজম ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাত জঙ্গির মধ্যে ছয়জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এবং একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

গ্রেপ্তারদের মধ্যে হিযবুত তাহরীর সদস্যরা হলেন- মো. সোহেল (২৯), নূর মোহাম্মদ ওরফে অরুন ওরফে নূর (৩০), মো. ইব্রাহিম খলিল উল্লাহ (২১), অর্ণব হাসান (২১), মো. সাইফুর রহমান ওরফে বাবর (৩০) এবং নূর মোহাম্মদ শাকিল (২৬)। এসময় তাদের কাছ থেকে মোবাইল ও লিফলেট জব্দ করা হয়।

আর মো. সোহেল রানা ওরফে সাইদুল ইসলাম সোহেল ওরফে সোহেল (২৬) নামে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল দীর্ঘ দিন যাবত অনলাইনে সংগঠনের প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

ভয়েস টিভি/টিআর

You may also like