Home জাতীয় জনশুমারি প্রকল্পে কাজের সুযোগ শিক্ষিত বেকারদের

জনশুমারি প্রকল্পে কাজের সুযোগ শিক্ষিত বেকারদের

by Newsroom
জনশুমারি

ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতায় জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে প্রাইমারি স্কুলের শিক্ষকদের পরিবর্তে এবার কাজ করার সুযোগ পাচ্ছেন দেশের শিক্ষিত বেকাররা। এই প্রকল্প চলাকালিন সময়ে দেশের সাড়ে ৫ লাখেরও বেশি তরুণ আয় করার সুযোগ পাবেন বলে জানা গেছে।

এরই মধ্যে প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। দেশের মানুষ গণনা করার জন্য ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারন করা হয়েছে।

জানা গেছে, এর আগে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে কাজ করতেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা। কিন্তু এবার এ সুযোগ দেয়া হবে শিক্ষিত বেকারদের। আর এ প্রকল্পের আওতায় ৭ দিনে আয় করার সুযোগ পেতে যাচ্ছেন ৫ লাখ ৬৪ হাজার তরুণ। এর মধ্যে গণনাকারী হিসেবে কাজ করবেন ৪ লাখ ৮২ হাজার তরুণ। এদের প্রত্যেকে ৭ দিনে ৮ হাজার টাকা করে দেয়া হবে। পাশাপাশি ৮২ হাজার তরুণ সুপারভাইজার পাবেন ৮ হাজার ৫শ টাকা করে।

প্রকল্পটির পরিচালক জাহিদুল হক সরদার সংবাদমাধ্যমকে বলেন, শুমারিতে প্রথমবারের মতো মাল্টিমোড পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। সীমিত আকারে এটি পরিচালনা করবে ই-সেন্সাস।

তিনি আরও জানান, এবারের শুমারিতে প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিক ও বিদেশে অবস্থানরত-ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদেরও গণনা করা হবে।

ভয়েস টিভি/ নিজস্ব প্রতিবেদক/ টিআর

You may also like