Home জাতীয় জলসীমায় প্রবেশের দায়ে ১৬ ভারতীয় জেলে আটক

জলসীমায় প্রবেশের দায়ে ১৬ ভারতীয় জেলে আটক

by Shohag Ferdaus
ভারতীয় জেলে

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় ট্রলারসহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। ২২ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ট্রলারটি আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন এক বিজ্ঞপ্তিতে বুধবার জানায়, অপরাজেয় বাংলা জাহাজে গভীর সমুদ্রে টহল দেয়ার সময় কোস্ট গার্ডের সদস্যরা বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিক্যাল মাইল ভেতরে ভারতীয় একটি ট্রলারকে মাছ ধরতে দেখে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে এটিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায় নি। পরবর্তীতে আটককৃত ট্রলার ও ১৬ জন জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া ট্রলার থেকে জব্দকৃত মাছ মোংলা মৎস্য কর্মকর্তার নিকট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশরোধে টহল জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

ভয়েস টিভি/একে/এসএফ

You may also like