Home জাতীয় জামালপুরের সংসদ সদস্য ফরিদুল হক করোনায় আক্রান্ত

জামালপুরের সংসদ সদস্য ফরিদুল হক করোনায় আক্রান্ত

by Newsroom

জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

নমুনা পরীক্ষায় বুধবার রাতে তার ফল পজিটিভ আসে বলে জানিয়েছেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

তিনি জানান, গত ১ জুন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা শেষে বুধবার রাতে তার ফল পজিটিভ আসে।

এমপি ফরিদুল বর্তমানে জামালপুরে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।

ডা. প্রণয় কান্তি দাস আরও জানান, জামালপুরে এমপি ফরিদুলসহ এখন পর্যন্ত ৩০৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে উঠেছেন ১২৯ জন।

You may also like