Home ভিডিও সংবাদ জামালপুরে বন্যায় পানিবন্দি প্রায় ১০ লাখ মানুষ

জামালপুরে বন্যায় পানিবন্দি প্রায় ১০ লাখ মানুষ

by Amir Shohel
পানিবন্দি

জামালপুর : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৭ উপজেলায় ৫৯ টি ইউনিয়নের প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলায় ২১ জুলাই মঙ্গলবার সকাল থেকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি কিছুটা কমলেও বাড়ছে ব্রক্ষ্মপূত্র, ঝিনাই নদীর পানি।

এদিকে জেলা ৭ উপজেলার ৮ পৌরসভার ৫৯ ইউনিয়নের ৬৭৭ গ্রামের প্রায় জন লোক পানিবন্দি হয়ে পড়েছে। বন্যায় পানিতে ডুবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ৯ হাজার ১শ ৮৫ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। বন্যা দূর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে ৫৯টি মেডিকেল টিম কাজ করেছে।

জেলার ৪৬১টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৭৯টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ৩শ ৪৬ টি পরিবারের ১৪ হাজার ৯৭৬ জন আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, ৩ লাখ ৪০ হাজার ৮৫৭টি বন্যার্ত পরিবারের জন্যে ভিজিএফের ৩ হাজার ৪শ ৮ মেট্রিক টন চাল বরাদ্দ ও ৭৮৪ মেট্রিক টন জিআর চাল দেওয়া হয়েছে। সেই সঙ্গে নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ৫ হাজার প্যাকেট শুকনো খাবার ও ২ লাখ টাকার শিশু খাদ্য এবং ২ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like