Home জাতীয় জাহাঙ্গীর কবির নানক করোনা পজিটিভ

জাহাঙ্গীর কবির নানক করোনা পজিটিভ

by Newsroom

করোনা ভাইরাস পরীক্ষা রিপোর্টে পজিটিভ হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। তবে তাঁর কোনো উপসর্গ ছিল না। ২ অক্টোবর শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তাঁর সহকারী অ্যাড. জুনায়েদ জিকো।

৩ অক্টোবর শনিবার আওয়ামী লীগের কাযনির্বাহী কমিটির বৈঠককে সামনে রেখে গত 1 ১ অক্টোবর বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর শুক্রবার করোনার ফলাফল পজিটিভ আসে।

অ্যাডভোকেট জুনায়েদ জিকো বলেন, স্যার সুস্থ ও ভালো আছেন। করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্যে দোয়া চেয়েছেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like