Home ভিডিও সংবাদ জেলেদের নৌকা নিরাপদ রাখতে খাল খননের দাবি

জেলেদের নৌকা নিরাপদ রাখতে খাল খননের দাবি

by Newsroom
জেলেদের নৌকা নিরাপদ

ভোলা : নিরাপদে নৌকা ও ট্রলার রাখতে না পারায় প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছেন ভোলার জেলেরা। মেঘনার তীরঘেঁষা জনপদ ভোলা সদরের পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়ন। এখানে বসবাস ১০ হাজার জেলের।

এক সময় ইলিশা ও রাজাপুর ইউনিয়নের একটা অংশ দিয়ে প্রবাহিত হয়েছে কালুপুর, চডারমাথা, পাটোওয়ারীখাল, পন্ডিতের খাল ও গাজীপুর নামে ৫টি খাল। সেখানে নিরাপদেই নৌকা ও ট্রলার রাখতেন জেলেরা। কিন্তু নদী ভাঙ্গন থেকে রক্ষায় দুটি পয়েন্টে সাড়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে বাঁধ নির্মাণ করায় অনেক খালের প্রবেশ মুখ বন্ধ হয়ে গেছে।

এতে বাধ্য হয়ে সিসি ব্লকে কিংবা নদীরে তীরে নৌকা রাখতে হয় জেলেদের। আর এতেই ভারী বাতাস, ঝড় কিংবা তীব্র ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয় নৌকা ।
অন্যদিকে ঝড়ের সময় বা তীব্র বাতাসেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব নৌকা। এতে আর্থিকভাবে লোকসানের মুখে পড়ছেন জেলেরা। তাই খাল খনন বা স্লুইট গেইট নির্মাণের দাবি তুলেছেন জেলেরা।
ভোলা জেলা মৎস্য বিভাগের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:আসাদুজ্জামান ভয়েস টিভিকে জানান, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জেলেদের সমস্যার সমাধান ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভয়েসটিভি/ভোলা প্রতিনিধি/সাম্মা/দেলোয়ার

You may also like