Home জাতীয় ছায়ানটকে ভারতীয় হাইকমিশনের জোড়া স্কুল বাস উপহার

ছায়ানটকে ভারতীয় হাইকমিশনের জোড়া স্কুল বাস উপহার

by Newsroom

ঢাকা: ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত শিক্ষা কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের জন্য ঢাকার ভারতীয় হাই কমিশন জোড়া স্কুল বাস উপহার দিয়েছে।

২৯ জুলাই বুধবার বিকেল ৪ টায় অনলাইনে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ ছায়ানটকে আনুষ্ঠানিকভাবে বাসগুলো দুইটি হস্তান্তর করেন।

এ সময় ছায়ানট এই উপহার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত কেরানীগঞ্জে অবস্থিত অপালা ভবনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এ দু’টি বাস ব্যবহৃত হবে।

অনলাইন অনুষ্ঠানের সূচনা হয় ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার গান ও স্বাগত কথনের মধ্য দিয়ে। এরপর নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস নালন্দা সম্পর্কে বক্তব্য দেন।

ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী স্কুল বাস দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রীভা গাঙ্গুলি দাশ।
ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like