Home ভিডিও সংবাদ টায়ার পুড়িয়ে গ্রিন ওয়েল তৈরি : দূষণ হচ্ছে পরিবেশ

টায়ার পুড়িয়ে গ্রিন ওয়েল তৈরি : দূষণ হচ্ছে পরিবেশ

by Newsroom
টায়ার পুড়িয়ে গ্রিন ওয়েল

সাভার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা ও মোগড়াকান্দা এলাকায় পুরাতন টায়ার পুড়িয়ে জ্বালানি তেল তৈরীর ৮টি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে অকটেনসহ গ্রীন ওয়েল তৈরি করা হয়।
এসব জ্বালানি তৈরির সময় কারখানা থেকে নির্গত হয় কালো ধোয়া এবং গন্ধ। এতে বায়ু দূষিত হয়ে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল । নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। মারা যাচ্ছে গৃহপালিত পশুও।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এসব কারখানাগুলো বেশ কয়েক বার অভিযান পরিচালনা করে বন্ধ করা হলেও কিছু দিন পর কারখানাগুলো ফের চালু করা হয়।
সাভার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শিগগিরই অভিযান চালিয়ে কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
প্রশাসনের পদক্ষেপে কারখানাগুলো বন্ধের মাধ্যমে দূর হবে পরিবেশ দূষণ প্রত্যাশা স্থানীয়দের।

ভয়েস টিভি/সাভার প্রতিনিধি/সাম্মাড়/দেলোয়ার

You may also like