Home জাতীয় দেশে ২ কোটি ডোজ টিকা প্রয়োগ

দেশে ২ কোটি ডোজ টিকা প্রয়োগ

by Newsroom
টিকা প্রয়োগ

দেশে বুধবার পর্যন্ত ২ কোটি ৮৯ হাজার ১০৭ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এখন পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৭ লাখ ৮৪ হাজার ৪৩০ জন আর নারী ৬২ লাখ ৩৮ হাজার ৭৩২ জন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৯২ হাজার ৮৯৫ জন আর নারী ১৮ লাখ ৭৩ হাজার ৫০ জন।

বুধবার পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৫ লাখ ৯০ হাজার ৯১৮ ডোজ। চীনের সিনোফার্মের প্রয়োগ হয়েছে ৭১ লাখ ৯৪ হাজার ৮৭২ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের প্রয়োগ হয়েছে ৮২ হাজার ৭৩৪ জন। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২২ লাখ ২০ হাজার ৫৮৩ ডোজ।

You may also like