Home ভিডিও সংবাদ বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ, বাড়তি চাহিদা ভোক্তাদের

বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ, বাড়তি চাহিদা ভোক্তাদের

by Newsroom
টিসিবির

বিভাগীয় শহর ময়মনসিংহের ৫টি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু পেঁয়াজের বাড়তি চাহিদা রয়েছে ভোক্তাদের।

১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টা থেকে সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বর, জিলা স্কুল মোড়, গাঙ্গিনারপাড়, স্টেশন রোড এবং মিন্টু কলেজের সামনে টিসিবির নিত্যপণ্য বিক্রি হচ্ছে।

এসময় পণ্য নিতে আসা আজিজুল নামের একজন ভয়েস টিভিকে জানান, ৫ লিটারে সয়াবিন তেল, আর চিনি নিতে এসেছি। প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখনো পণ্য নিতে পারিনি। এদিকে রোদের তাপ  অনেক বেশী। তবুও কম দামে নেয়ার জন্য বাধ্য হয়েই অপেক্ষা করছি।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

মোজাম্মেল নামের আরেকজন ভয়েস টিভিকে জানান, এক কেজি পেঁয়াজর বেশি কেনা যাচ্ছেনা। কয়েকদিনেই শেষ হয়ে যাবে। আর তাই জনপ্রতি অন্তত ২ কেজি করে দেয়া হলে ভালো হতো। এসময় পেঁয়াজ বাড়িয়ে দেয়ার জন্য সরকারের কাছে আবেদনও জানান তিনি।

আরও পড়ুন: প্রতিদিনই বিক্রি হবে টিসিবির পণ্য

টিসিবি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা বজরুল রশীদ জানান, প্রতিজন ৩০ টাকা কেজি দরে ১ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ২ কেজি চিনি, একই মূল্যে ২ কেজি মসুর ডাল ও ৪শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিসিবির নিত্যপণ্য বিক্রি হচ্ছে। তবে পণ্য কিনতে সকাল থেকেই পণ্যের ট্রাকগুলোর সামনে নানা শ্রেণী-পেশার মানুষের ভীড় দেখা গেছে।

ভয়েস টিভি/টিআর

You may also like