Home জাতীয় খানাখন্দ সংস্কারে রাস্তায় হঠাৎ ট্রাফিক পুলিশ

খানাখন্দ সংস্কারে রাস্তায় হঠাৎ ট্রাফিক পুলিশ

by Mesbah Mukul

বঙ্গোপসাঘরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপ থেকে লঘুচাপে রূপ নেয়ায় দেশে গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। রাস্তায় খানাখন্দে পানি জমে যাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করেও মেলেনি গণপরিবহনের দেখা। যার কারণে অফিসগামী, খেটে খাওয়া মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীসহ চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

চলমান এইচএসসি পরিক্ষার্থীয় অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ পরিক্ষা কেন্দ্রে সময়মত পৌঁছাতে না পারার উদ্বিগ্ন বাড়তে থাকে। হঠাৎ রাস্তায় সৃষ্ট খানাখন্দ সংস্কারের কাজে নেমে পড়ে ডেমরা ট্রাফিক জোনের-আমুলিয়া রোডে সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লাসহ অন্যান্য কনস্টেবলরা।

ট্রাফিক ইন্সপেক্টর জিয়া উদ্দিন খানের নেতৃত্বে সার্জেন্ট সবুজ ঘোষ ও কনস্টেবলরা রাস্তা সংস্কারের কাজে ইট ও বালুভর্তি বস্তা দিয়ে মানুষ ও যান চলাচল স্বাভাবিক করেন। ট্রাফিক পুলিশের এমন মানবিক পুলিশিং সেবায় পরিক্ষার্থী এবং অভিভাবকগণ ভূয়সী প্রশংসা করেন।

ভয়েসটিভি/এমএম

You may also like