Home ভিডিও সংবাদ ঠাকুরগাঁওয়ে ৩ বিঘা জুড়ে একটি আম গাছ

ঠাকুরগাঁওয়ে ৩ বিঘা জুড়ে একটি আম গাছ

by Newsroom

ঠাকুরগাঁও প্রতিনিধি: লোকমুখে প্রচলন আছে ২শ বছর। কেউ বলে তারও বেশি। সময়ের সাথে বেড়েছে শাখা-প্রশাখার বিস্তার। বলছি একটি আম গাছের কথা। এই গাছটি আছে ঠাকুরগাঁও হরিণমারী মুন্ডুমালা গ্রামে। আম গাছটির কারণে অনেক দুর দুরান্তের মানুষও গ্রামটি চেনে। বিশাল গাছের ছায়াতলের শীতলতায় কাছে টানে দর্শনার্থীদের।

মুন্ডুমালা গ্রামকে আবহমান বাংলার আট দশটা গ্রামের মত মনে হলেও আলাদা করেছে মাত্র একটি গাছ। প্রতি মৌসুমেই এই গাছ ভরে ওঠে বিচিত্র আকারের সূর্যপুরী আমে। আর ডাল পালা ছড়িয়ে গাছটি দখল করেছে ৭৪শতাংশ জমি। তাইতো ঠাকুরগাঁও সদর থেকে ৩৫কিলোমিটার দুরে মুন্ডুমালা গ্রামকে আলাদা পরিচিতি দিয়েছে গাছটি।

এই গাছটি লাগিয়েছেন নুরুল ইসলামের দাদার বাবা। সেই পূর্ব পুরুষের নাম তিনি জানেন না। তবে জানান, যুগ যুগ ধরে রসাল ও সুস্বাদু আম ধরে গাছটি।

সারা বছরে মানুষের আনা গোনা থাকলেও বিশেষ কিছু দিনে শুধু মাত্র গাছটিকে দেখার জন্য ভীড় বাড়ে। তাই আম গাছটি সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা তৈরির দাবি স্থানীয় ও পরিবেশবাদীদের। বহু ঝড় ঝঞ্জা সয়ে ২শ বছরেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে আম গাছটি।

You may also like