Home জাতীয় এবার ডা. সাবরিনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

এবার ডা. সাবরিনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

by Newsroom
তদন্ত প্রতিবেদন

ঢাকা: তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার এবং দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেয়ায় কোভিড-১৯ টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৩০ আগস্ট রোববার রাতে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া বাড্ডা থানায় বাদী হয়ে এই মামলাটি করেন। ৩১ আগস্ট সোমবার সকালে মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার এবং দুটি জাতীয় পরিচয়পত্র করার অভিযোগ এনে সাবরিনার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন অফিসার আব্দুল মমিন মিয়া। জাতীয় পরিচয়পত্র দুটিতে ভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। এর একটিতে জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৭৮। অপরটিতে ২ ডিসেম্বর ১৯৮৩। এক্ষেত্রে বয়স পাঁচ বছর কমানো হয়েছে।

দুটি এনআইডিতে স্বামীর নামও ভিন্ন। দুটি এনআইডির একটিতে মোহাম্মদপুরের ঠিকানা ও অন্যটিতে বাড্ডার ঠিকানা ব্যবহার করা হয়েছে। একজন লোক দুটি ভোটার আইডি করার কারণে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ও ১৫ ধারায় এই এজাহার দায়ের করেছেন বলে জানান ওসি পারভেজ।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর গণমাধ্যমকে জানান, সাবরিনার দ্বিতীয় এনআইডিটি ব্লক করে দেয়া হয়েছে। সেই সাথে কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে ডা. সাবরিনা দ্বিতীয়বার ভোটার হয়েছেন, ইসির কেউ কোনো অসৎ উদ্দেশ্যে সহায়তা করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৬ আগস্ট দুদকের অনুসন্ধানে সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান পাওয়া যায়। পরে দুদকের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়।

করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like