Home জাতীয় সুন্দরবন মার্কেটে ফের উচ্ছেদ অভিযানে ডিএসসিসি

সুন্দরবন মার্কেটে ফের উচ্ছেদ অভিযানে ডিএসসিসি

by Shohag Ferdaus
ডিএসসিসি

তৃতীয় দিনের মতো রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশাবহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

২৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় শুরু হয় এ উচ্ছেদ কার্যক্রম। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবীর ত্রপা।

আজকের উচ্ছেদ অভিযান শুরু হয় মার্কেটের দ্বিতীয় তলার অবৈধ দোকান ভাঙার মধ্য দিয়ে। পাশাপাশি প্রথম তলারও কিছু দোকান ভাঙা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর বেলা ১২টায় সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূতভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ডিএসসিসি। তবে উচ্ছেদ অভিযান শুরুর দুই ঘণ্টা পর ৩৪টি দোকান ভাঙার ব্যাপারে তিন মাসের জন্য স্থগিত আদেশ দেন হাইকোর্ট। দোকান মালিকদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। ফলে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় ডিএসসিসি।

তবে গত বুধবার চেম্বার কোর্ট এই স্থগিতাদেশ খারিজ করে দেন। পাশাপাশি নকশা বহির্ভূত দোকান ভাঙার ব্যাপারে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন আদালত। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে আবারো উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। দ্বিতীয় দিন পর্যন্ত সুন্দরবন মার্কেটের সামনের অংশ ও বেজমেন্টসহ মোট ৩৮০টি দোকান ভাঙা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like