Home ভিডিও সংবাদ করোনায় বিপর্যস্ত নীলফামারীর ডেকোরেটর ব্যবসা

করোনায় বিপর্যস্ত নীলফামারীর ডেকোরেটর ব্যবসা

by Amir Shohel
ডেকোরেটর

করোনার চার মাস সাজসজ্জার কাজ বন্ধ থাকায় নীলফামারীতে ডেকোরেটর ব্যবসার সঙ্গে জড়িত প্রায় চার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছেন।
জমানো টাকা শেষ হওয়ার পর ধার দেনা করে চললেও অনিশ্চয়তার মুখে পড়েছেন এখন তারা। বিশেষ করে দিন-মজুরি হিসেবে উপার্জন করা ব্যক্তিরা পড়েছেন আরও বিপাকে।
সামাজিক দুরত্ব নিশ্চিত করে এবং স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন অনুষ্ঠান আবারো শুরু করা গেলে কিছুটা হলেও এ পেশার মানুষদের মাঝে স্বস্তি ফিরবে।
ডেকোরেটর মালিকদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশেষ প্রণোদনা দিচ্ছেন এতে এ পেশার সঙ্গে জড়িতদের সম্পৃক্ত করলে বিশেষ উপকৃত হবেন তারা।

You may also like