Home অপরাধ ডেসটিনির এমডির ২ মামলা নিষ্পত্তির নির্দেশ

ডেসটিনির এমডির ২ মামলা নিষ্পত্তির নির্দেশ

by Newsroom
ডেসটিনি

ঢাকা: মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতকে দুটি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আসামির জামিন আবেদনের শুনানি শেষে ২০ আগস্ট বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে মামলা দুটি করা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

গত ২১ জুলাই রফিকুল আমীনের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like