Home জাতীয় ঢাকের তালে শুরু দুর্গোৎসব, আজ মহাষষ্ঠী

ঢাকের তালে শুরু দুর্গোৎসব, আজ মহাষষ্ঠী

by Shohag Ferdaus
মহাষষ্ঠী

ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি ও ঢাকের তালে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে এলেন দোলায় করে। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ফিরে যাবেন গজে করে। আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার মহাষষ্ঠী।

আজ ষষ্ঠী, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা শুরু আজ। করোনা মহামারির কারণে এবার দুর্গাপূজার বাজনা তেমন না বাজলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পূজা শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই পূজা আগামী ২৬ শে অক্টোবর, সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

এবার মহালয়া ছিল ১৭ সেপ্টেম্বর। মহালয়ার ৬ দিন পর সাধারণত দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও পঞ্জিকার হিসাবে এবার আশ্বিন মাস ‘মল মাস’ মানে অশুভ মাস। এক মাসে দুটি অমাবস্যা থাকলে তাকে বাংলায় মল মাস বলা হয়। এই মাসে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না। তাই মহালয়ার ১ মাস ৫ দিন পর আজ থেকে হেমন্ত ঋতুর কার্তিকে ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হলো।

ভয়েস টিভি/এসএফ

You may also like