Home জাতীয় ঢাবি অধিভুক্ত ৭ কলেজের কলা অনুষদে প্রথম মাদরাসাছাত্র

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের কলা অনুষদে প্রথম মাদরাসাছাত্র

by Amir Shohel

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফলে মাদরাসাছাত্র প্রথম হয়েছেন। প্রথম হওয়া মো. নাজমুল ইসলাম রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।

তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭। সর্বমোট প্রাপ্ত নাম্বার ১০৭। তিনি ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

এছাড়া দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মো. আবু কাউসার। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৬। তার মোট স্কোর ১০৬। তিনি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

তৃতীয় হয়েছেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭। তার মোট স্কোর ১০৫.৯৪। তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

১৭ নভেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২.৩০ টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১ হাজার ৯০৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ১৩২ জন। পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৬৭ দশমিক ৯ শতাংশ।

ভয়েসটিভি/এএস

You may also like