Home ভিডিও সংবাদ খালেদা জিয়ার নামও চার্জশীটে দিতে হবে : তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামও চার্জশীটে দিতে হবে : তথ্যমন্ত্রী

by Newsroom
তথ্যমন্ত্রী

ন্যায় বিচারের স্বার্থে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা এখন জনগণের দাবি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ মামলার চার্জশীটে খালেদা জিয়ার নামও দেখতে চায় জনগণ।

২৪ আগস্ট সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আওয়ামী হকার্স লীগ আয়োজিত ১৫ আগস্ট হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড দুটি একইসূত্রে গাঁথা’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘দেশি-বিদেশি অপশক্তি ও একাত্তরের পরাজিত শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। একইভাবে ২০০৪ সালেও যারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করেছিল।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা, দেশকে আবার পরাধীনতার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের মূল কুশীলব ছিল খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। আর ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল কুশীলব, মূল পরিকল্পনাকারী এবং পরিচালনাকারী জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান, অর্থাৎ দুই হত্যাকাণ্ডে একই পরিবার যুক্ত এবং আজকে এই কথাগুলো দিবালোকের মতো সত্য ও স্পষ্ট।

ড. হাছান মাহমুদ বলেন, ক্ষমতাকে স্থায়ী করতে খালেদা জিয়া তার পুত্র তারেক রহমানের মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করেছিলেন। সঠিক ইতিহাসের জন্য, সত্য উদ্ঘাটন করতে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ২১ আগস্টের ঘটনায় সম্পূরক চার্জশিট দিয়ে খালেদা জিয়াকে হুকুমের আসামি করতে হবে। এটা জনগণের দাবি। আমি গ্রেনেড হামলা মামলার একজন সাক্ষী। সুতরাং সাক্ষী হিসেবে বলবো, এই বিচার পরিপূর্ণ করার জন্য খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন।

ভয়েস টিভি/টিআর

You may also like