Home জাতীয় তাজরিন অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণের দাবিতে টানা ১০ দিন অবস্থান

তাজরিন অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণের দাবিতে টানা ১০ দিন অবস্থান

by Shohag Ferdaus
১০ দিন

তাজরীন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে টানা ১০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। ১৯ সেপ্টেম্বর থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। ২৭ সেপ্টেম্বর সকালেও তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

শ্রমিকরা জানান, তাজরীন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা এখন বিনা উপার্জনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়িতে থাকার কোনো পরিবেশ নেই। অনেকের পরিবারে অন্যকোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। অগ্নিকাণ্ডের পর থেকে অসুস্থতায় অন্য কোনো কাজও করা সম্ভব হয় না অনেকের। তাই অতি শিগগিরই আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

শ্রমিকরা আরও জানান, সে সময় চিকিৎসার পর আমাদের পুনর্বাসনের কথা থাকলেও তা এখনও করা হয়নি। কোম্পানির বিভিন্ন বায়ারও সে সময় আমাদের সাহায্যের কথা বলেছিলেন। কিন্তু আমরা সেটিও পাইনি। সব মিলিয়ে আমরা এখন দুর্বিষহ জীবন যাপন করছি।

২০১২ সালের ২৪ নভেম্বর রাতে তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রয়োজনীয় টাকা-পয়সা ও সুচিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে ২০১৪ সালের ১৩ আগস্ট আমেনা নামের একজন আহত শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে একই বছর ২১ মার্চ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সুচিকিৎসার অভাবে মারা যান আরো এক আহত শ্রমিক সুমাইয়া খাতুন।

অগ্নিকাণ্ডের সময় গার্মেন্টটিতে প্রায় হাজারখানেক শ্রমিক কর্মরত ছিলেন। কারখানায় অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ঘটনার দিন একটিও ব্যবহার করা হয়নি। আগুনের সতর্কসংকেত বাজার পরও কারখানার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকরা শ্রমিকদের কারখানা ত্যাগে বাধা দিয়েছিলেন। এ ছাড়া আগুন লাগার তথ্য গোপন করে শত শত শ্রমিককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

ভয়েস টিভি/এসএফ

You may also like