Home জাতীয় এমপি হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র তানভীর শাকিল

এমপি হিসেবে শপথ নিলেন নাসিমপুত্র তানভীর শাকিল

by Newsroom
তানভীর শাকিল

এমপি হিসেবে শপথ নিয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। ৭ ডিসেম্বর সোমবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জয়কে শপথ পড়ান। সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে তিনি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন ঢাকার একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে ষষ্ঠবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

তার মৃত্যুতে শুন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে গত ১২ নভেম্বর উপনির্বাচন হয়, যাতে জয়ী হন ছেলে তানভীর শাকিল জয়। এর আগে নবম জাতীয় সংসদেরও সংসদ সদস্য ছিলেন তিনি।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like