Home জাতীয় ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে

by Shohag Ferdaus
তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশে উড়ছে সাদা মেঘের ভেলা। আর সাদা মেঘের ফাঁকে ফাঁকে উঁকি মারছে নীল আকাশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি রাজধানীতে। আর আজ সকাল সকাল রোদও উঠেছে। আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় আজ ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপ রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ দুপুর পর্যন্ত দেশের কোথাও ঝড়বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরে কোনো সতর্ক সংকেতও দেখাতে বলেনি আবহাওয়া অফিস।

ভয়েস টিভি/এসএফ

You may also like