Home খেলার খবর ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরানের আক্ষেপ

ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরানের আক্ষেপ

by Imtiaz Ahmed

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান। ২৪ রানের আক্ষেপ নিয়েই গেলেন অবসরে ।

প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান। নামের পাশে যোগ করেছেন ১১৯৭৬ রান।

জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুম শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন, সাদা পোশাকের ফরম্যাটে ১২ হাজার রানের কোটা ছুঁয়ে অবসরে যাবেন তিনি।

তবে ইনজুরির কারণে এবারের এনসিলের ৩ রাউন্ডের বেশি খেলতে পারেননি। ২৪ রানের আক্ষেপ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন তিনি।

জাতীয় দল থেকে ঝরে পড়েছিলেন বহু আগেই। সেই তুষার ইমরান অবশ্য দারুণ দাপটে খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে।

২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে  প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেও লিস্ট-এ ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তিও আছে তারই নামের পাশে।

১৮২ ম্যাচে ৩২ টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে।২০১৮ সালের জানুয়ারীতে প্রথম শ্রেনীর ক্রিকেটে  প্রথম বাংলাদেশী হিসেবে ১০০০০ রান করেন তুষার ইমরান।

ইমরান ২০০০-২০০১ মৌসুমে  খুলনা বিভাগের হয়ে একটি ঘরোয়া ম্যাচে ১০৬ বলে ১৩১ রানের ইনিংস করে ১৭ বছর বয়সে প্রথম শিরোনাম হন।

ওই একই মৌসুমে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০২ এর ২৮ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তুষারের।

২০০৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ওডিআই পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তুষার।এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে ৪ টেষ্ট ও ৩৭টি ওডিআই আন্তর্জাতিকে অংশ নিয়েছেন।

ভয়েস টিভি/আইএ

You may also like