Home জাতীয় তেজগাঁওয়ে ওয়ার্কশপে গাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭ ‌

তেজগাঁওয়ে ওয়ার্কশপে গাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭ ‌

by Amir Shohel

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি গ্যাস ওয়ার্কশপে লাগা অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়েছেন।

১৬ জানুয়ারি শনিবার দুপুরের পর রাজধানীর লিংক রোড শান্তা টাওয়ারের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে।

দগ্ধদের চিকিৎসার জন্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে ছেড়ে দেয়া হয়। আর তিন জনকে ভর্তি রাখা হয়। তবে ভর্তি তিন জনের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শিল বলেন, ১৬ জানুয়ারি শনিবার দুপুরের পর রাজধানীর লিংক রোড শান্তা টাওয়ারের পাশে নেপোলিস্ট এলপিজি গ্যাস ওয়ার্কশপে একটি গাড়ি মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়। গাড়ির ইঞ্জিন গরম থাকায়, গ্যাসের কাজ করতে গেলে আগুন ধরে যায়। কোনও বিস্ফোরণের ঘটনা না ঘটলেও, গাড়ির কিছু অংশ পুড়ে যায়। সিলিন্ডারে লিকেজ থাকায় গ্যাস বের হয়ে আগুন লেগে যায়। এ সময় ওয়ার্কশপের সাত-আট জন দগ্ধ হয়।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও কাজ করছে। তদন্ত শেষে কারও গাফিলতি পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এরই মধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ভয়েসটিভি/এএস

You may also like