Home বিশ্ব বৈশ্বিক করোনা মহামারিতে ভারতের দশা বেহাল

বৈশ্বিক করোনা মহামারিতে ভারতের দশা বেহাল

by Newsroom
২ কোটি ৮৯ লাখ

বৈশ্বিক করোনা মহামারিতে ভারতের দশা বেহাল । সম্প্রতি ভারতে যে হারে নতুন সংক্রমণ বাড়ছে, তা করোনাকালে বিশ্বের কোনো দেশেই হয়নি। ৬ সেপ্টেম্বর রোববার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। ফলে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় এখর দ্বিতীয় স্থানে ভারত। আর ৬২ লাখ করোনা আক্রান্ত নিয়ে য়ুক্তরাষ্ট্র এখন শীষে রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনা সংক্রমণের হার কমছে। ঠিক তখনই প্রতিদিন আক্রান্তের সংখ্যায় নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানায় রোববার মাত্র ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৮০২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এদিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে সাড়ে ৩০ হাজার ও সাড়ে ১৪ হাজার।

দেশটিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যার দিক দিয়ে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে ও কর্নাটক। এই তিন রাজ্যে প্রতিদিন গড়ে ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। সে তুলনায় কিছুটা ভালো অবস্থানে আছে তামিলনাড়ু। আর দিল্লির দৈনিক সংক্রমণের হার কয়েকদিন ধরে আবার বেড়েছে। উত্তরপ্রদেশেও দৈনিক আক্রান্ত হচ্ছে গড়ে সাড়ে ছয় হাজার। তবে পশ্চিমবঙ্গ ও বিহারে অবস্থা খুব একটা ভালো না হলেও আক্রান্তের হার তেমন একটা বাড়েনি। কিন্তু লক্ষণ ভালো নয় তেলঙ্গানা, ওড়িশা, আসম, কেরালা, হরিয়ানা, পাঞ্জাব ও ছত্তীশগড়ের।

এদিকে আক্রান্ত ও মৃত্যু সংখ্যার মধ্যে আশার আলো হচ্ছে, প্রতিদিনই বিপুল পরিশাণ রোগী সুস্থও হয়ে উঠছে। এ পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছে। অর্থাৎ মোট আক্রান্তের ৭৭.৩১ ভাগই সুস্থ হয়ে গেছে। আর রোববার সুস্থ হয়েছে ৬৯ হাজার ৫৬৪ জন।

অপর এক পরিসংখ্যান বলছে, প্রথম দিকে ভারতে করোনা ছড়িয়ে পড়ার হার খুব একটা বেশি ছিলো না। এমাসের শুরুতেও থেকে প্রতিদিন ৭ থেকে ৮ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। কিন্তু হঠাৎ তা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। রোববার ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ হার বেড়ে হয় ১২.৬১ শতাংশ।

এই করোনা সংক্রমণ ঠেকাতে কেন্দ্রীয় সরকারসহ রাজ্য সরকারগুলো বিভিন্ন পদক্ষেপ নিলেও খুব একটা কাজে লাগছে না। বিভিন্ন রাজ্যে একেরপর এক লকডাউনসহ নানা উদ্যোগ নিলেও ভারতের মতো একটি বিশাল ও জনবহুল দেশে করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ বিভাগ। করোনায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশটির অর্থনীতিও।

এদিকে করোনার মধ্যেই সোমবার থেকে ভারতের বেশ কিছু শহরে চালু হয়েছে মেট্রো পরিষেবা। শিগগির কিছু ট্রেন চালুর কথাও ঘোষণা করেছে ভারতীয় রেল। এরইমধ্যে খুলেছে মুক্তমঞ্চ, পাব, শপিংমলও। একারণে দিন দিন উদ্বেগ বাড়ছে ভারতের সচেতন মানুষদের।
ভয়েস টিভি নিউজ ডেস্ক।

অনুবাদ: ফেরদৌস মামুন, সাংবাদিক

You may also like