Home জাতীয় ১০ টাকার হাফ নেয়া হচ্ছে না শিক্ষার্থী থেকে

১০ টাকার হাফ নেয়া হচ্ছে না শিক্ষার্থী থেকে

by Mesbah Mukul

রাজধানীর আজিমপুর থেকে সিটি কলেজ যেতে ১৩ নম্বর বাসে উঠেছেন জুবায়ের রহমান। এই পথের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারিত ১০ টাকা। শিক্ষার্থী হলেও জুবায়েরকে ১০ টাকাই ভাড়া দিতে হলো। সিটি কলেজের এই শিক্ষার্থী ক্ষোভের সাথে বলেন, ‘তাহলে আমার জন্য হাফ ভাড়া হলো কই?’

বেশির ভাগ ক্ষেত্রে অর্ধেক ভাড়া নেওয়া হলেও বিপত্তি বেধেছে সর্বনিম্ন ভাড়া নিয়ে। যেখানে অন্য যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ টাকা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে ১৩ নম্বর বাসের হেল্পার লিটন বলেন, ‘১০ টাকার নিচে তো কোনো ভাড়া নাই। এটা সরকার ঠিক করে দিছে। ১৫ টাকার ভাড়ায় ছাত্রদের কাছে ১০ টাকা রাখি, আবার ২০ টাকার ভাড়ায় ১০ টাকাও রাখি।’

মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ভাড়া কত হবে, সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি। এই সুযোগে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা আদায় করছেন।

তানজিল পরিবহন বাসের চালকের সহকারী মোমেন জানান, ফার্মগেট থেকে মিরপুর-১০ পর্যন্ত সরকার ১৫ টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে তাঁরা নিচ্ছেন ১০ টাকা। অনেকে পাঁচ টাকা ভাড়া দিতে চায়। পাঁচ টাকা নিতে না চাইলে ও পরিচয়পত্র দেখাতে বললে অনেকে দুর্ব্যবহার করে।

ফার্মগেট থেকে সাইন্স ল্যাব এসেছেন সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র ছামিউল হোসেন। তিনি জানান, বাসে অর্ধেক ভাড়া দিতে কোনো সমস্যা হয়নি। তবে অন্য কয়েকজন শিক্ষার্থী জানান, ভাঙতি নাই বলে অর্ধেক ভাড়ার চেয়ে তিন-চার টাকা বেশি নিয়ে নিচ্ছেন চালকের সহকারী।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন রুটে দেওয়ান, স্মার্ট উইনার, ভিক্টর ক্লাসিক, রাইদা, প্রজাপতিসহ বেশ কিছু বাসে দেখা গেছে, নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হচ্ছে। অনেক বাসচালকের সহকারী শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখতেও চাচ্ছেন না। আবার কিছু জায়গায় পরিচয়পত্র দেখানো নিয়ে বাগবিতণ্ডা হয়েছে।

আজিমপুর থেকে গাজীপুর রুটে চলাচল করা ভিআইপি বাসের চালকের সহকারী রফিক বলেন, ‘ছাত্রদের কাছ থেকে ৪০ টাকার ভাড়া ২০ টাকা, ২০ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে না। যারা স্কুল-কলেজের পোশাক পরা তাদের পরিচয়পত্র দেখতেও চাই না।’

ঢাকা কলেজের ছাত্র আরেফিন বলেন, ‘ছাত্র বললে হাফ ভাড়া রাখছেন। তবে আমরা তো পুরো দেশের ছাত্রদের জন্য হাফ ভাড়ার দাবি করেছি। সেটা না মেনে শুধু ঢাকায় হাফ পাস দেওয়া হয়েছে।’

রামপুরায় হাফ ভাড়ার দাবিতে কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা জানায়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালু করতে হবে। তা না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘ছাত্ররা অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। প্রধানমন্ত্রী আজকে (গতকাল) থেকে বিআরটিসি বাসে অর্ধেক ভাড়া কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। ঢাকা পরিবহন মালিক সমিতিও অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে। চট্টগ্রামসহ অন্য শহরেও মালিকরা একই সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ছাত্রদের জন্য সর্বনিম্ন ভাড়া কত হবে, তা বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারের ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারিত আছে। ছাত্রদের জন্য সর্বনিম্ন ভাড়া আরো কম হবে কি না, তা নিয়ে আলোচনায় বসতে হবে।

ভয়েসটিভি/এমএম

You may also like