Home জাতীয় দুবলার চরের রাস উৎসবে থাকছে না মেলা

দুবলার চরের রাস উৎসবে থাকছে না মেলা

by Newsroom

আগামীকাল ২৮ নভেম্বর রোববার থেকে বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। দুই দিনব্যাপী এ উৎসবে কোনো মেলার আয়োজন থাকছে না।

২৮ নভেম্বর শনিবার উৎসব উপলক্ষ্যে ভক্তরা দুবলার চরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। সেখানে ধর্মীয় রীতি মেনে শুধু পূজার্চনা আর পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।

আর তাতে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

রাস পূর্ণিমার তিথিতে প্রায় ২০০ বছর ধরে সাগর মোহনা দুবলার চরে ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। রাতভর পূজা-অর্চনা শেষে পরের দিন ভোরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। করোনা মহামারির কারণে এবার এই আয়োজনে সীমাবদ্ধতা আনা হয়েছে। গত বছর ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুবলার চরে রাস উৎসব হয়নি।

জানা গেছে, লোকালয় থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দুবলার চরের আলোরকোলে প্রতিবছরের এই আয়োজনে হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের আগমন ঘটে। আয়োজন হয় মেলার।

কিন্তু এবার ‘নো-মাস্ক, নো এন্ট্রি’ বাস্তবায়নের পাশাপাশি উৎসবে অংশগ্রহণে আনা হয়েছে সীমাবদ্ধতা আনা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে। এ উপলক্ষ্যে ২০ নভেম্বর থেকে সুন্দরবন অভ্যন্তরে জেলেদের ১১ দিনের জন্য পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : ভাস্কর্য হলেই ফেলে দেয়ার হুমকি বাবুনগরীর

সুন্দরবন বিভাগ জানায়, নির্ধারিত পাঁচটি রুট দিয়ে শুধু পুণ্যার্থীরা দুবলার চরে আসা-যাওয়া করতে পারবে। সরকারি রাজস্ব জমা দেয়ার পর হিন্দু ধর্মাবলম্বীরা বন বিভাগ থেকে পাস নিয়ে শনিবার ওই সব রুট দিয়ে রওনা হবেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like