Home জাতীয় ‘ভ্যাকসিন আনতে দু-চার দিনের মধ্যে চুক্তি’

‘ভ্যাকসিন আনতে দু-চার দিনের মধ্যে চুক্তি’

by Newsroom
দু-চার দিনের

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করছে জানিয়ে স্বস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আনার ব্যাপারে দু-চার দিনের মধ্যেই একটি চুক্তি কারা হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদর মাঝে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী একথা বলেন।

জাহিদ মালক বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আনার জন্য চেষ্টা চলছে। যখন ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে যাবে তখন আমরা ভালো মানের ভ্যাকসিন দেশে নিয়ে আসবো। বিশ্বের অনেক স্থানে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হচ্ছে। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে যাচ্ছি। আশা করি আগামী ২-৪দিনের মধ্যে তাদের সঙ্গে আমরা একটি চুক্তি করতে পারবো।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তুলনামুলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। স্বাস্থ্যবিধি মেনে চলেছি বিধায় আমরা ভালো আছি। আমরা একটিও মৃত্যুও চাই না। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। বিশ্বজুড়ে প্রকোপ ইতিমধ্যে বেড়ে গেছে। তাই সবাইকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া গেলে সেবা না দেওয়ার সিদ্ধান্তের কথাও এসময় স্মরণ করিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী।

ভয়েস টিভি/টিআর

You may also like