Home জাতীয় দৃশ্যমান হলো পদ্মা সেতুর সাড়ে পাঁচ কিলোমিটার

দৃশ্যমান হলো পদ্মা সেতুর সাড়ে পাঁচ কিলোমিটার

by Shohag Ferdaus
পদ্মা

আর এক মাস পরই দেখা যাবে পুরো পদ্মাসেতু। ১২ নভেম্বর বৃহস্পতিবার মাঝনদীতে ৯ ও ১০ নম্বর পিলারের ওপর ৩৭তম স্প্যান বসানোর মধ্য দিয়ে এখন সাড়ে ৫ কিলোমিটারের বেশি সেতু দৃশ্যমান হলো। বাকি থাকা ৪টি স্প্যানের মধ্যে ২টি যোগ হবে এ মাসেই।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ৩৭তম স্প্যান বসানোর কাজ শুরুর কথা। তবে নদীতে কুয়াশার কারণে কাজ শুরু করতে বেশ বিলম্ব হয়। অবশেষে পৌনে ১১টার দিকে স্প্যান নিয়ে রওয়ানা দেয় ভাসমান ক্রেন তিয়ান ইও। এক একটি স্প্যানের ওজন প্রায় ৩৬ শ মেট্রিক টন। ক্রেনটির ধারণ ক্ষমতা ৪ হাজার মেট্রিক টন। তাই ধীরে ধীরে পানি কেটে এটি এগিয়ে যেতে থাকে মাঝনদীর দিকে। ইয়ার্ড থেকে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ক্রেনটিকে।

ঘণ্টাখানেকের মধ্যে সেতুর ৯ ও ১০ নম্বর পিলারের কাছে পৌঁছে যায় ক্রেনটি। নো‌ঙর শেষে মাওয়া প্রান্তে আগে বসানো ৭টি স্প্যানের সঙ্গে জোড়া লাগানোর কাজ শুরু হয়। এতে সময় লাগে ২ ঘণ্টার বেশি। নতুন স্প্যানটি যোগ হওয়ার মাধ্যমে মাওয়া প্রান্তেও এখন টানা দৃশ্যমান প্রায় সোয়া ১ কিলোমিটার সেতু।

ভয়েস টিভি/এসএফ

You may also like