Home জাতীয় দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছুঁইছুঁই

দেশে করোনায় মৃত্যু ৪ হাজার ছুঁইছুঁই

by Shohag Ferdaus
দেশে করোনা

দেশে করোনা ভাইরাসে একদিনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৩ জন। ২৪ আগস্ট সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানেয়েছে স্বাস্থ্য অধিদফতর।

২৪ আগস্ট সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪৮৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইডিসিআরের হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ও বাড়িতে থেকে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে আরও ৩ হাজার ৭৮৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা ভাইরাস থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জনে দাঁড়িয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like