Home জাতীয় ‘দেশে দুর্নীতি কিছুটা কমেছে’

‘দেশে দুর্নীতি কিছুটা কমেছে’

by Newsroom

গত ৫ বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক এর চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

২৯ নভেম্বর রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- এর ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এক ভিডিওবার্তায় এমন দাবি করেন তিনি। তবে দুর্নীতির বিস্তৃতি সব জায়গায় রয়েছে বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে আছে তা নয়, এটা সব খানেই ছড়িয়ে আছে। দুর্নীতির ব্যাপারে দুদক যেমন কঠোর, সরকারের অবস্থানও তেমনি কঠোর। কঠোরতার কারণে দুর্নীতির মাত্রা কিছুটা হলেও কমেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা।

এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের দুদকের প্রতি ৮৪ শতাংশের আস্থা আছে বলেও জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

ভয়েস টিভি/টিআর

You may also like