Home জাতীয় ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

by Shohag Ferdaus
মিছিলে

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে পাঁচজন আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে মিছিলটি রওনা দেয়।

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ডাকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ মোড়ের গণজমায়েত থেকে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় ধর্ষণবিরোধী মিছিলটি। আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ থেকে টিএসসির দিকে যান। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়া আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে রওনা দেয় মিছিলটি। কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

এর আগে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুরু হয় গণজমায়েত। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে এতে যোগ দেন। অংশ নেন সাহিত্যিক, লেখক, ব্লগাররা‌ও।

আন্দোলনকারীরা জানান, আজকের কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে রয়েছেন যুব সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যোগ দিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষও।

এছাড়া টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে বিভিন্ন হলের ডাকসু নেতাদের নেতৃত্বে তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়।

আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ-স্লোগানে উত্তাল শাহবাগ

ভয়েস টিভি/এসএফ

You may also like