Home অপরাধ নকল ম্যাজিস্ট্রেট আটক

নকল ম্যাজিস্ট্রেট আটক

by Amir Shohel

ঢাকার সাভারে দুদক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী হারুন অর রশিদ নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব।

৩০ আগস্ট রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের সিআরপি রোড সংলগ্ন ডগরমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সাম্প্রতিক কালে ভুয়া পরিচয় প্রদান করে অভিনব কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নব্য প্রতারক চক্র।

পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক হারুন অর রশিদকে আটক করা হয়। এসময় দুদক কর্মকর্তার ভুয়া একটি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুইটি বদলি প্রজ্ঞাপন, একটি ওয়ারলেস সেটসহ আরও কিছু মালামাল উদ্ধার করা হয়।

ভয়েসটিভি/এএস

You may also like