Home ভিডিও সংবাদ ৬ মাসের শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

৬ মাসের শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

by Shohag Ferdaus
নদীতে-ঝাঁপ

নড়াইলের লোহাগড়ার কালনাঘাটে ঘুরতে গিয়ে মধুমতি নদীতে পড়ে যাওয়া ছয় মাসের শিশুপুত্রকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিয়ে পুলিশ সদস্য (কনস্টেবল) আবু মুসা রেজওয়ান নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর ৩০ আগস্ট রোববার সকাল ৯টার দিকে মহিষাপাড়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে মুসার শিশুপুত্রকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মুসার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ সদস্য মুসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৮ আগস্ট সন্ধ্যায় কালনাঘাটে সপরিবারে ট্রলারে নৌ ভ্রমণে যান পুলিশ সদস্য মুসা। তাদের বহনকারী ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা লাগলে কোল থেকে তার শিশুপুত্র মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই নদীতে ঝাঁপ দেন মুসা। একপর্যায়ে মুসাও নিখোঁজ হন। ২৯ আগস্ট ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা নিখোঁজ মুসা ও তার শিশুপুত্রের সন্ধানে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।

ভয়েস টিভি/এসএফ

You may also like