Home জাতীয় করোনায় আক্রান্ত বিচারপতি এফ আর এম নাজমুল আহসান

করোনায় আক্রান্ত বিচারপতি এফ আর এম নাজমুল আহসান

by Imtiaz Ahmed

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত এফ আর এম নাজমুল আহসান করোনায় আক্রান্ত হয়ে সিসিইউতে ভর্তি রয়েছেন।

সুস্থ হয়ে আসার পর শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার একথা জানান তিনি।

এর আগে তিন বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তারা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

সকাল সাড়ে ১০টায় শপথ নেন তারা।

তবে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান অসুস্থ থাকায় শপথ নিতে পারেননি।

You may also like