Home ভিডিও সংবাদ নান্দনিক সৌন্দর্যের জেলা নীলফামারী

নান্দনিক সৌন্দর্যের জেলা নীলফামারী

by Amir Shohel

উত্তরের সীমান্তবর্তী জেলা নীলফামারী। ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে বিনোদনের জন্য বিশেষ একটি জায়গা। রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন এবং আকাশ পথেও এখানে আসা যাওয়া করা যায়।

ছয় উপজেলা, চার পৌরসভা আর ৬০টি ইউনিয়ন নিয়ে এই জেলায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস।

বিনোদনের জন্য পর্যটকরা জেলা সদরে যাদুঘর, নটখানা, বিন্নাদিঘী বা নীলসাগর এবং উত্তরা ইপিজেড পর্যবেক্ষণ করতে পারেন।

এছাড়া বাণিজ্যিক শহর সৈয়দপুরে চিনি মসজিদ, রেলওয়ে কারখানা ও বিমান বন্দরে ঘুরে ডোমার উপজেলার সীমান্ত এলাকা চিলাহাটি হয়ে ডিমলার শেষাংষে বহৎ সেচ প্রকল্প সেচ ব্যারেজ ঘুরে আসতে পারেন স্বাচ্ছন্দে।

ডিমলা, জলঢাকা, সদর, সৈয়দপুর ও কিশোরগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের সুইচ গেট, ক্যানেল, বিভিন্ন বিনোদন কেন্দ্র বেড়িয়ে কিশোরগঞ্জে চা বাগান, জলঢাকায় পাল রাজার গড় ঘুরে খোলা বাতাসের স্বাদ নিতে পারেন।

রয়েছে দর্শনীয় স্পট হিসেবে বেছে নিতে পারেন জলঢাকা উপজেলা পরিষদ। নান্দনিক শিল্পকর্মে বিশেষ আকর্ষণ বাড়িয়েছে মানুষদের কাছে।

জেলা প্রশাসন থেকে বিনোদনের জন্য পর্যটন শিল্পকে আরো সম্প্রসারণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

ভয়েসটিভি/এএস

You may also like