Home জাতীয় রাজধানীতে নারী আনসারের আত্মহত্যার অভিযোগ

রাজধানীতে নারী আনসারের আত্মহত্যার অভিযোগ

by Newsroom
গৃহবধূর

রাজধানীর পলাশী সরকারি স্টাফ কোয়ার্টারের বাসায় ৩৭তম বিসিএসের নারী আনসার কর্মকর্তা রোমানা ইয়াসমিন (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি গাজীপুরের সফিপুরে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার লোহাজল গ্রামে।

২৫ ডিসেম্বর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসআই সিরাজুল ইসলাম সরকার বলেন, গতকাল রাত ৮টার দিকে রুমানা ইয়াসমিনের এক বন্ধু যান স্টাফ কোয়ার্টারে। সেখানে গিয়ে তিনি এক নারীর কাছে রুমানার খবর জানতে চান। সে সময় তিনি ওই নারীকে জানান, রুমানার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

রুমানা আত্মহত্যা করতে পারেন এমন আশঙ্কার কথাও ওই সময় জানান তিনি। এরপর তাঁরা কোয়ার্টারের একটি বাসায় গিয়ে রুমানাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। পরে তাঁরা রুমানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

এসআই সিরাজুল আরও বলেন, রুমানা প্রতি বৃহস্পতিবার ঢাকায় আসতেন এবং শনিবার চলে যেতেন। তবে রুমানা কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমরা জানতে পারিনি। এই বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্যে ঢামেকের মর্গে রাখা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like