Home জাতীয় নাসিক নির্বাচনে সজাগ থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী: পুলিশ সুপার  

নাসিক নির্বাচনে সজাগ থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী: পুলিশ সুপার  

by Roman Kabir

রোববার বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ সিটি (নাসিক) মেয়র নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে আইন-শৃঙ্খলা বাহিনী  প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম।

১৫ জানুয়ারি রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) এ সব কথা বলেন।

জায়েদুল আলম বলেন, ‘ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার চলে গেছে। একেকটি কেন্দ্রে পাঁচ-ছয়জন পুলিশের নেতৃত্বে ১৫-২০ জন আনসার কাজ করবেন। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব) ও বিজিবি কাজ করবে।’

নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রতিটি মহল্লা নিরাপত্তার বলয়ে আনব। কোথাও যেন কোনো সমস্যা না হয়, সেদিকে সজাগ থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে তিনটি আর্মড পুলিশের মোবাইলকোর্ট, র‍্যাবের মোবাইলকোর্ট, স্ট্রাইকিং ফোর্স ও এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চলবে এই নির্বাচন।’

পুলিশ সুপার বলেন, ‘সবার সহযোগিতা চাইছি। সবার সহায়তায় এখানে সুন্দর নির্বাচন করে দেশবাসীকে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাইছি।’

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের কর্মকর্তারা ছাড়াও প্রধান রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভয়েসটিভি/আরকে

You may also like