Home জাতীয় নিবন্ধনের জন্যে অর্ধশত অনলাইন পোর্টাল চূড়ান্ত

নিবন্ধনের জন্যে অর্ধশত অনলাইন পোর্টাল চূড়ান্ত

by Amir Shohel
জিয়াউর

ঢাকা : নিবন্ধনের জন্যে প্রথম দফায় অর্ধশত অনলাইন পোর্টালের ব্যাপারে পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ তালিকা ৩০ জুলাই বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নিবন্ধনের জন্যে প্রথম দফায় ৫০টি অনলাইন পোর্টালের ব্যাপারে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার) রাতে সেগুলোর তালিকা ওয়েবসাইটে প্রকাশ করব। তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ঈদের পরে রেজিস্ট্রেশন করতে পারবে।

ওয়েবসাইটে অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম দেখা যাবে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মানে তাদের ব্যাপারে রিপোর্ট নেগেটিভ নয়। এটি চলমান প্রক্রিয়া। তাদের ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি, সেজন্য নামগুলো হয়তো আজকে আপলোড হবে না। প্রতিষ্ঠিত অনলাইনগুলোর বিষয়ে রিপোর্ট এলে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এজন্য কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কারণ নেই।

অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশনের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, অনলাইনগুলোর রেজিস্ট্রেশন দেওয়া হবে। রেজিস্ট্রেশন দেওয়ার জন্য দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে সবগুলো অনলাইনের তদন্তের দায়িত্ব দিয়েছিলাম। তারা অনেকগুলোর বিষয়ে রিপোর্ট দিয়েছে। আমরা বলেছিলাম ঈদের আগে অনলাইনগুলো রেজিস্ট্রেশনের ব্যাপারে ঘোষণা দেব। এরই ধারাবাহিকতায় ৫০টি অনলাইনের নাম আজকে রাতে ওয়েবসাইটে আপলোড হবে।

ভয়েসটিভি/ প্রতিবেদক/এএস

You may also like