Home জাতীয় নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হবে

নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হবে

by Shohag Ferdaus
ঝড়-বৃষ্টির

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি কেটে গেছে। তবে এর প্রভাবে আজও দেশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

২৫ অক্টোবর রোববার সকালে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, ‘লঘু ও নিম্নচাপের কারণে দেশজুড়ে টানা বৃষ্টি ঝরছিল। বৃষ্টি আস্তে আস্তে কমছে। রোববার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এখনো দেশের কোথাও কোথাও সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হবে। তবে ধীরে ধীরে তা কেটে যাবে।’

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ১৬৭ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like