Home জাতীয় ‘নির্বাচন পেছানোর সুযোগ কমিশনের কাছে নেই’

‘নির্বাচন পেছানোর সুযোগ কমিশনের কাছে নেই’

by Amir Shohel
কে এম নূরুল হুদা

যশোর : কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দেওয়ার জন্যে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা রাষ্ট্রপতির স্মরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোনো সুযোগ নেই।

১১ জুলাই শনিবার দুপুরে যশোরের কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সিইসি এসব কথা বলেন।

এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে কে এম নূরুল হুদা বলেন, করোনা ভাইরাস আছে, আরও অনেকদিন থাকবে। এজন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মতো কাজ এরই মধ্যেই করতে হবে।

এজন্য স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সিইসি।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ।

ভয়েসটিভি/এএস

You may also like