Home জাতীয় রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

by Newsroom
ট্রাক

রাজধানীর জিয়া উদ্যানের সামনে মাইক্রোবাসের ধাক্কায় ইব্রাহিম হোসেন আবির (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ডেমরায় অটোরিকশার ধাক্কায় সোহাগ খান (২৪) নামে আরেক যুবকের মৃত্যু হয়।

১১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর পৃথক এলাকায় এ দুর্ঘটনা দুটি সংঘঠিত হয়।

নিহত আবির ভোলার লালমোহন উপজেলার মহিশখালী গ্রামের মোসলেম ফরাজীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর সহকারী। রাজধানীর গুলিস্তান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় তিনি।

তার চাচাতো ভাই মোহাম্মদ নাসিম জানান, শুক্রবার হওয়ায় তারা চার-পাঁচজন বন্ধু মিলে জিয়া উদ্যান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি কালো রঙের মাইক্রোবাস আবিরকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তারা আবিরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ডেমরার সারুলিয়া হাজীনগর এলাকায় বসবাসরত সোহাগ খানের সহকর্মী মোহাম্মদ রানা শেখ জানান, তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লাইনম্যান হিসেবে কাজ করেন। সন্ধ্যার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে রাস্তায় করছিলেন সোহাগ। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অটোরিকশার চালককে আটক করে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্যে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার

ভয়েস টিভি/এমএইচ

You may also like