Home ভিডিও সংবাদ ভরা বর্ষায়ও মাছ নেই নেত্রকোনার হাওরে

ভরা বর্ষায়ও মাছ নেই নেত্রকোনার হাওরে

by Amir Shohel
নেত্রকোনার হাওরে

নেত্রকোনায় ভরা বর্ষায়ও হাওরাঞ্চলে মাছ না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো। জেলায় সহস্রাধিক উন্মুক্ত জলাশয় থাকলেও এসব জলাশয়ে মাছের দেখা মিলছে না।

জেলেরা জানান, হাওরসহ নদী, নালা, খাল-বিলে অবৈধ জাল ও বাধ দিয়ে পোনা মাছ নিধনের ফলে এ সংকট দেখা দিয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কাবীর জানান, চলতি বছর জেলা ৮৫ হাজার মেট্রিকটন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা মৎস্য বিভাগ। এর মধ্যে জেলার চাহিদা মিটিয়ে প্রায় ৩৫ হাজার মেট্রিকটন মাছ রপ্তানি করা হয়।

এদিকে হাওরে মাছ না পেয়ে বেকার হয়ে পড়া জেলেরা তাদের কর্মসংস্থান ও সহযোগিতার জন্যে সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

 

ভয়েসটিভি/এএস

You may also like