Home ভিডিও সংবাদ পদ্মায় নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ

পদ্মায় নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজ

by Newsroom

কুষ্টিয়া: কুমারখালীতে পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের এখনও খোঁজ মেলেনি। ৭ জুলাই, মঙ্গলবার সকাল পোনে ৯টার দিকে সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজুর ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরীফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)। এরা পেশায় দিনমজুর।

জানা গেছে, জামালপুর এলাকার ১৩ জন দিনমজুর সকালে দু’টি ডোঙা নৌকায় চড়ে পদ্মা নদীর চরে উলু খড় কাটতে যাচ্ছিলেন। নদীর তীর থেকে কিছুটা দূরে যেতেই প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়। পরে ৯ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছে ৪ জন।

সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, সকালে নদী পাড়ি দিয়ে চরে উলু খড় কাটতে যাওয়ার সময় নৌকা দু’টি ডুবে যায়। পরে সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হয় ৯ জন।

তিনি আরও জানান, উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়ায় সুস্থ হয়ে উঠেছেন। তারা সবাই ভেড়ামারা উপজেলার জামালপুরের বাসিন্দা। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।

কুমারখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান, সাদিপুর প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি তারা। তবে পাবনার ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

হাবীব চৌহান/ কুষ্টিয়া/ ডিএস

You may also like