Home জাতীয় পদ্মায় নৌযান চলাচল স্বাভাবিক

পদ্মায় নৌযান চলাচল স্বাভাবিক

by Newsroom
রুটে

সূর্যের তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেটে গেছে কুয়াশা। কুয়াশা কেটে যাওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট দিয়ে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

৬ ডিসেম্বর রোববার সকাল ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ ছিল।

এদিকে কিছু সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগেমিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু করা হয়। এখন দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে। এ রুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

আরও পড়ুন : কুয়াশায় দেশের সব রুটে ফেরি চলাচল বন্ধ

ভয়েস টিভি/এমএইচ

You may also like